লূক 24:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 কিন্তু আমরা আশা করিতেছিলাম যে, তিনিই সেই ব্যক্তি, যিনি ইস্রায়েলকে মুক্ত করিবেন। আর এ সব ছাড়া আজ তিন দিন চলিতেছে, এই সকল ঘটিয়াছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 কিন্তু আমরা আশা করছিলাম যে, তিনিই সেই ব্যক্তি, যিনি ইসরাইলকে মুক্ত করবেন। আর এসব ছাড়া আজ তিন দিন চলছে, এসব ঘটেছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 কিন্তু আমরা আশা করেছিলাম যে, তিনিই সেই ব্যক্তি, যিনি ইস্রায়েলকে মুক্ত করতে চলেছেন। আর তিন দিন হল এই সমস্ত ঘটনা ঘটেছে। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)21 ja' houk; amader mone aʃa hoiachilo je, tini ʃei puruʃ jini israel jatike uddhar koriben. kintu abar æk kotha ei, aj to tin din coliteche, e ʃokol hoia giache. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 আমরা আশা করেছিলাম যে তিনিই সেই ব্যক্তি, যিনি ইসরায়েল জাতিকে উদ্ধার করবেন। আজ তিন দিন হল, এই সব ঘটনা ঘটেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 কিন্তু আমরা আশা করিতেছিলাম যে, তিনিই সেই ব্যক্তি, যিনি ইস্রায়েলকে মুক্ত করিবেন। আর এ সব ছাড়া আজ তিন দিন চলিতেছে, এ সকল ঘটিয়াছে। অধ্যায় দেখুন |