লূক 24:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)17 তিনি তাঁহাদিগকে কহিলেন, তোমরা চলিতে চলিতে পরস্পর যে সকল কথা বলাবলি করিতেছ, সেই সকল কি? তাঁহারা বিষণ্নভাবে দাঁড়াইয়া রহিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 তিনি তাঁদেরকে বললেন, তোমরা চলতে চলতে পরস্পর যেসব কথা বলাবলি করছো, সেসব কি? তাঁরা বিষণ্নভাবে দাঁড়িয়ে রলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 তিনি তাঁদের জিজ্ঞাসা করলেন, “পথ চলতে চলতে তোমরা পরস্পর কী আলোচনা করছিলে?” তাঁরা বিষণ্ণ মুখে থমকে দাঁড়ালেন। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)17 tini tahadigoke jiggæ̃ʃa korilen, “tômra colite colite je ʃob kotha bæggro hoia bolaboli koritecho, ʃe ʃob ki?” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 তিনি তাঁদের বললেন, তোমরা পথ চলতে চলতে কি বিষয় আলোচনা করছ? বিষণ্ণ মুখে তাঁরা দাঁড়িয়ে পড়লেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 তিনি তাঁহাদিগকে কহিলেন, তোমরা চলিতে চলিতে পরস্পর যে সকল কথা বলাবলি করিতেছ, সে সকল কি? তাঁহারা বিষণ্ণ ভাবে দাঁড়াইয়া রহিলেন। অধ্যায় দেখুন |