Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লূক 24:1 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

1 বিশ্রামবারে তাঁহারা বিধিমতে বিশ্রাম করিলেন। কিন্তু সপ্তাহের প্রথম দিন অতি প্রত্যুষে তাঁহারা কবরের নিকটে আসিলেন, যে সুগন্ধি দ্রব্য প্রস্তুত করিয়াছিলেন, তাহা লইয়া আসিলেন;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 বিশ্রামবারে তাঁরা বিধিমতে বিশ্রাম করলেন। কিন্তু সপ্তাহের প্রথম দিন খুব ভোরে তাঁরা কবরের কাছে আসলেন এবং যে খোশবু মলম প্রস্তুত করেছিলেন তা নিয়ে আসলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 সপ্তাহের প্রথম দিনে খুব ভোরবেলায়, সেই মহিলারা তাঁদের প্রস্তুত করা মশলা নিয়ে সমাধিস্থানে গেলেন।

অধ্যায় দেখুন কপি

luker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)

1 bissrambare, jæmon niom chilo, tæmoni tahara ʃomosto din kôno kaj korilo na; kintu hoptar prothom dine bhôre bhôre koborer kache aʃilo — je ʃugondho jiniʃ tahara toiar koria rakhiachilo, taha loia aʃilo;

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

1 সপ্তাহের প্রথমদিন, রবিবারে খুব ভোরে সেই মহিলারা যে সুগন্ধি মশলা তৈরী করেছিলেন, তাই নিয়ে সমাধির কাছে গেলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 বিশ্রামবারে তাঁহারা বিধিমতে বিশ্রাম করিলেন। কিন্তু সপ্তাহের প্রথম দিন অতি প্রত্যূষে তাঁহারা কবরের নিকটে আসিলেন, যে সুগন্ধি দ্রব্য প্রস্তুত করিয়াছিলেন, তাহা লইয়া আসিলেন;

অধ্যায় দেখুন কপি




লূক 24:1
10 ক্রস রেফারেন্স  

ইঁহারা মগ্দলীনী মরিয়ম, যোহানা ও যাকোবের মাতা মরিয়ম; আর ইঁহাদের সঙ্গে অন্য স্ত্রীলোকেরাও প্রেরিতদিগকে এই সকল কথা বলিলেন।


কয়েক জন স্ত্রীলোকও দূরে থাকিয়া দেখিতেছিলেন; তাহাদের মধ্যে মগ্দলীনী মরিয়ম, ছোট যাকোবের ও যোশির মাতা মরিয়ম এবং শালোমী ছিলেন;


আর দেখিলেন, কবর হইতে প্রস্তরখানা সরান গিয়াছে,


আবার আমাদের কয়েক জন স্ত্রীলোক আমাদিগকে চমৎকৃত করিলেন; তাঁহারা প্রত্যুষে তাঁহার কবরের কাছে গিয়াছিলেন,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন