লূক 23:27 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)27 আর অনেক লোক তাঁহার পশ্চাৎ পশ্চাৎ চলিল; এবং অনেক স্ত্রীলোক ছিল, তাহারা তাঁহার জন্য হাহাকার ও বিলাপ করিতেছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস27 আর অনেক লোক তাঁর পিছনে পিছনে চললো। তাদের মধ্যে অনেক স্ত্রীলোক ছিল, তারা তাঁর জন্য হাহাকার ও মাতম করছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ27 বিস্তর লোক তাঁকে অনুসরণ করছিল। সেই সঙ্গে ছিল অনেক নারী, যারা তাঁর জন্য শোক ও বিলাপ করছিল। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)27 ar ʃamanno lôkder mosto æk dol, ar, tãhar jonno jahara buk capṛaitechilo ar ha‐hutaʃ koritechilo, æmon bistor strilôk tãhar pichone pichone jaitechilo. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)27 নারী-পুরুষের বিরাট এক জনতা বিলাপ করতে করতে যীশুর পিছন পিছন যাচ্ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)27 আর অনেক লোক তাঁহার পশ্চাৎ পশ্চাৎ চলিল; এবং অনেকগুলি স্ত্রীলোক ছিল, তাহারা তাঁহার জন্য হাহাকার ও বিলাপ করিতেছিল। অধ্যায় দেখুন |