লূক 22:51 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)51 কিন্তু যীশু উত্তরে কহিলেন, এই পর্যন্ত ক্ষান্ত হও। পরে তিনি তাহার কর্ণ স্পর্শ করিয়া তাহাকে সুস্থ করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস51 কিন্তু জবাবে ঈসা বললেন, এই পর্যন্ত ক্ষান্ত হও। পরে তিনি তার কান স্পর্শ করে তাকে সুস্থ করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ51 কিন্তু যীশু উত্তর দিলেন, “এমন যেন আর না ঘটে!” আর তিনি সেই লোকটির কান স্পর্শ করে তাকে সুস্থ করে দিলেন। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)51 kintu jiʃu omoni bolia uṭhilen, “ḍher hoiache, ar na”; bolia tini tahar kanṭi chũia tahake bhalo korilen. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)51 যীশু বললেন, আর নয়, এই যথেষ্ট। তারপর তিনি সেই লোকটির কান স্পর্শ করে তাকে সুস্থ করে দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)51 কিন্তু যীশু উত্তর করিলেন, এই পর্য্যন্ত ক্ষান্ত হও। পরে তিনি তাহার কর্ণ স্পর্শ করিয়া তাহাকে সুস্থ করিলেন। অধ্যায় দেখুন |