লূক 22:34 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)34 তিনি কহিলেন, পিতর, আমি তোমাকে বলিতেছি, যে পর্যন্ত তুমি আমাকে চিন না বলিয়া তিন বার অস্বীকার না করিবে, সেই পর্যন্ত আজ মোরগ ডাকিবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস34 তিনি বললেন, পিতর, আমি তোমাকে বলছি, যে পর্যন্ত তুমি আমাকে চিন না বলে তিন বার অস্বীকার না করবে, সেই পর্যন্ত আজ মোরগ ডাকবে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ34 যীশু উত্তর দিলেন, “পিতর, আমি তোমাকে বলছি, আজ মোরগ ডাকার আগেই তুমি আমাকে চেনো না বলে তিনবার অস্বীকার করবে।” অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)34 tini bolilen, “pitor, ami tômake bolitechi, tumi amake ceno na bolia tin bar amake oʃʃikar na korile aji kũkuṛa ḍakibe na!” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)34 যীশু বললেন, পিতর তোমায় আমি বলছি, তুমি যে আমাকে চেন, একথা আজ মোরগ ডাকবার আগে তিনবার অস্বীকার করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)34 তিনি কহিলেন, পিতর, আমি তোমাকে বলিতেছি, যে পর্য্যন্ত তুমি আমাকে চিন না বলিয়া তিন বার অস্বীকার না করিবে, সেই পর্য্যন্ত আজ কুকুড়া ডাকিবে না। অধ্যায় দেখুন |