লূক 21:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 কেননা ইহারা সকলে আপন আপন অতিরিক্ত ধন হইতে কিছু কিছু দানের মধ্যে রাখিল, কিন্তু এ নিজ অনটন সত্ত্বেও ইহার যাহা কিছু ছিল, সমুদয় জীবনোপায় রাখিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 কেননা এরা সকলে নিজ নিজ অতিরিক্ত ধন থেকে কিছু কিছু দানের মধ্যে রাখল, কিন্তু এ নিজের অনটন সত্ত্বেও এর বেঁচে থাকবার জন্য যা কিছু ছিল, সমস্তই রাখল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 কারণ এসব লোক তাদের প্রাচুর্য থেকে দান করেছে, কিন্তু সে তার দরিদ্রতা সত্ত্বেও, তার বেঁচে থাকার জন্য যা কিছু ছিল, তা থেকে সর্বস্ব দিয়ে দিয়েছে।” অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)4 uhara ʃokole to aponader baṛti dhon hoite kichu kichu dan korilo, kintu ihar ṭanaṭani thakileô, nijer khoroc calaibar jaha ba chilo, taha ʃobi dilo.” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 কারণ ওরা সকলে নিজেদের প্রচুর সম্পদ থেকে কিছু অংশ দান করেছে কিন্তু এই নারী অভাব সত্ত্বেও তার যা কিছু সম্বল ছিল তার সবটাই দান করল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 কেননা ইহারা সকলে আপন আপন অতিরিক্ত ধন হইতে কিছু কিছু দানের মধ্যে রাখিল, কিন্তু এ নিজ অনাটন সত্ত্বেও ইহার যাহা কিছু ছিল, সমুদয় জীবনোপায় রাখিল। অধ্যায় দেখুন |