লূক 21:28 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)28 কিন্তু এই সকল ঘটনা আরম্ভ হইলে তোমরা ঊর্ধ্বদৃষ্টি করিও, মাথা তুলিও, কেননা তোমাদের মুক্তি সন্নিকট। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 কিন্তু এসব ঘটনা আরম্ভ হলে তোমরা উঠে দাঁড়ায়ো, মাথা তুলো, কেননা তোমাদের মুক্তি সন্নিকট। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 এই সমস্ত ঘটনা যখন ঘটতে শুরু হবে, তখন তোমরা ঊর্ধ্বদৃষ্টি কোরো ও মাথা উঁচু কোরো, কারণ তোমাদের মুক্তি সন্নিকট।” অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)28 tai boli, jokhon ei ʃokol ghoṭite arombho hoibe, tokhon alhadei matha tulio, kænona tokhon ar tômader mukti hoite deri nai.” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 এই সমস্ত ঘটনা যখন ঘটতে আরম্ভ করবে, তখন দৃষ্টি ঊর্ধ্বে নিবদ্ধ করো, মাথা তুলে দাঁড়িও কারণ তোমাদের মুক্তি আসন্ন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 কিন্তু এ সকল ঘটনা আরম্ভ হইলে তোমরা ঊর্দ্ধদৃষ্টি করিও, মাথা তুলিও, কেননা তোমাদের মুক্তি সন্নিকট। অধ্যায় দেখুন |