লূক 20:12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)12 পরে তিনি তৃতীয় একজনকে পাঠাইলেন, তাহারা তাহাকেও ক্ষতবিক্ষত করিয়া বাহিরে ফেলিয়া দিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 পরে তিনি তৃতীয় এক জনকে পাঠালেন, তারা তাকেও ক্ষতবিক্ষত করে বাইরে ফেলে দিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 এবার তিনি তৃতীয় জনকে পাঠালেন। তারা তাকে ক্ষতবিক্ষত করল এবং ছুঁড়ে বাইরে ফেলে দিল। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)12 tahateô khanto na hoia, tin barer bar tini ar æk jonke paṭhailen; tahakeô tahara bhari jokhom koria taṛaia dilo. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 তিনি তৃতীয়বার আর একজনকে পাঠালেন। একেও তারা মেরে জখম করে বাইরে ফেলে দিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 পরে তিনি তৃতীয় এক জনকে পাঠাইলেন, তাহারা তাহাকেও ক্ষতবিক্ষত করিয়া বাহিরে ফেলিয়া দিল। অধ্যায় দেখুন |