লূক 2:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 আর যোষেফও গালীলের নাসরৎ নগর হইতে যিহূদিয়ায় বৈৎলেহম নামক দায়ূদের নগরে গেলেন, কারণ তিনি দায়ূদের কুল ও গোষ্ঠীজাত ছিলেন; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 আর ইউসুফও গালীলের নাসরত নগর থেকে এহুদিয়ায় বেথেলহেম নামক দাউদের নগরে গেলেন, কারণ তিনি দাউদের কুল ও গোষ্ঠীজাত ছিলেন; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 যোষেফও দাউদের কুল ও বংশজাত পুরুষ হিসেবে, গালীলের নাসরৎ নগর থেকে যিহূদিয়ার অন্তর্গত দাউদের নগর বেথলেহেমের উদ্দেশে যাত্রা করলেন। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)4 ar jôʃephô nam lekhaibar jonno galiler naʃorot ʃohor hoite jihudiar boitlehom name daud‐nogore gælen, kænona tini dauder kul ar boŋʃer lôk chilen. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 যোষেফ ছিলেন দাউদের বংশধর। তাই তিনি গালীল প্রদেশের নাসরত নগর থেকে যিহুদীয়ায় দাউদের আদি নিবাস বেথলেহেমে গেলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 আর যোষেফও গালীলের নাসরৎ নগর হইতে যিহূদিয়ায় বৈৎলেহম নামক দায়ূদের নগরে গেলেন, কারণ তিনি দায়ূদের কুল ও গোষ্ঠীজাত ছিলেন; অধ্যায় দেখুন |