Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লূক 2:30 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

30 কেননা আমার নয়নযুগল তোমার পরিত্রাণ দেখিতে পাইল,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

30 কেননা আমার নয়নযুগল তোমার নাজাত দেখতে পেল,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

30 কারণ আমার দুই চোখ তোমার পরিত্রাণ দেখেছে,

অধ্যায় দেখুন কপি

luker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)

30 kænona amar cokkhu tômar porittran dorʃon korilo,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

30 আমার নয়ন যুগল দেখেছে তোমার পরিত্রাণ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

30 কেননা আমার নয়নযুগল তোমার পরিত্রাণ দেখিতে পাইল,

অধ্যায় দেখুন কপি




লূক 2:30
11 ক্রস রেফারেন্স  

এবং সমস্ত মর্ত্য ঈশ্বরের পরিত্রাণ দেখিবে।”


তিনি বলেন, তুমি যে যাকোবের বংশ সকলকে উঠাইবার জন্য ও ইস্রায়েলের রক্ষিত লোকদিগকে পুনর্বার আনিবার জন্য আমার দাস হও, ইহা লঘু বিষয়; আমি তোমাকে জাতিগণের দীপ্তিস্বরূপ করিব, যেন তুমি পৃথিবীর সীমা পর্যন্ত আমার পরিত্রাণস্বরূপ হও।


সদাপ্রভু সর্বজাতির দৃষ্টিতে আপন পবিত্র বাহু অনাবৃত করিয়াছেন; আর পৃথিবীর সমুদয় প্রান্ত আমাদের ঈশ্বরের পরিত্রাণ দেখিবে।


সদাপ্রভু, আমি তোমার পরিত্রাণের অপেক্ষায় রহিয়াছি।


সদাপ্রভু, আমি তোমার পরিত্রাণের প্রত্যাশা করিয়াছি, ও তোমার আজ্ঞা সকল পালন করিয়াছি।


সদাপ্রভু, আমি তোমার পরিত্রাণের আকাঙ্ক্ষা করিয়াছি, এবং তোমার ব্যবস্থা আমার হর্ষজনক।


যাহা তুমি সকল জাতির সম্মুখে প্রস্তুত করিয়াছ,


অতএব আপনারা জ্ঞাত হউন, পরজাতীয়দের কাছে ঈশ্বরের এই পরিত্রাণ প্রেরিত হইল; আর তাহারা শুনিবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন