লূক 19:47 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)47 আর তিনি প্রতিদিন ধর্মধামে উপদেশ দিতেন। আর প্রধান যাজকেরা ও অধ্যাপকগণ এবং লোকদের প্রধানেরাও তাঁহাকে বিনষ্ট করিতে চেষ্টা করিতে লাগিল; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস47 আর তিনি প্রতিদিন বায়তুল-মোকাদ্দসে উপদেশ দিতেন। আর প্রধান ইমামেরা ও আলেমরা এবং লোকদের নেতৃবর্গরা তাঁকে বিনষ্ট করতে চেষ্টা করতে লাগল; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ47 প্রতিদিন তিনি মন্দিরে শিক্ষা দিতেন। কিন্তু প্রধান যাজকেরা, শাস্ত্রবিদরা ও জননেতারা তাঁকে হত্যা করার চেষ্টা করছিল। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)47 tokhon tini rôj rôj mondire ʃikkha dite lagilen; ô dike prodhan purôhitera, gurura ar ʃei jatir boṛo boṛo lôkeraô tãhake binaʃ koribar ceʃṭa korite lagilo; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)47 এরপর থেকে তিনি মন্দিরে প্রতিদিন জনতাকে শিক্ষা দিতে লাগলেন। পুরোহিতদের নেতৃবৃন্দ, শাস্ত্রবিদ্ ও সমাজের কর্তাব্যক্তিরা তাঁকে ধ্বংস করার সুযোগ খুঁজতে লাগল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)47 আর তিনি প্রতিদিন ধর্ম্মধামে উপদেশ দিতেন। আর প্রধান যাজকেরা ও অধ্যাপকগণ এবং লোকদের প্রধানেরাও তাঁহাকে বিনষ্ট করিতে চেষ্টা করিতে লাগিল; অধ্যায় দেখুন |