Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লূক 19:34 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

34 তাঁহারা কহিলেন, ইহাতে প্রভুর প্রয়োজন আছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

34 তাঁরা বললেন, এতে প্রভুর প্রয়োজন আছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

34 তাঁরা উত্তর দিলেন, “এতে প্রভুর প্রয়োজন আছে।”

অধ্যায় দেখুন কপি

luker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)

34 tahara bolilo, “probhur ihate dorkar ache.”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

34 তাঁরা বললেন, ‘প্রভুর কাজের জন্য একে দরকার।’

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

34 তাঁহারা কহিলেন, ইহাতে প্রভুর প্রয়োজন আছে।

অধ্যায় দেখুন কপি




লূক 19:34
6 ক্রস রেফারেন্স  

হে সিয়োন-কন্যা অতিশয় উল্লাস কর; হে যিরূশালেম-কন্যা, জয়ধ্বনি কর। দেখ, তোমার রাজা তোমার নিকটে আসিতেছেন; তিনি ধর্মময় ও পরিত্রাণযুক্ত, তিনি নম্র ও গর্দভে উপবিষ্ট, গর্দভীর শাবকে উপবিষ্ট।


তাঁহার শিষ্যেরা প্রথমে এই সমস্ত বুঝিলেন না, কিন্তু যীশু যখন মহিমান্বিত হইলেন, তখন তাঁহাদের স্মরণ হইল যে, তাঁহার বিষয়ে এই সকল লিখিত ছিল, আর লোকেরা তাঁহার প্রতি এই সকল করিয়াছে।


যাহাদের নিকটে ঈশ্বরের বাক্য উপস্থিত হইয়াছিল, তিনি যদি তাহাদিগকে ঈশ্বর বলিলেন- আর


কেননা তোমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ জ্ঞাত আছ; তিনি ধনবান হইলেও তোমাদের নিমিত্ত দরিদ্র হইলেন, যেন তোমরা তাঁহার দরিদ্রতায় ধনবান হও।


যখন তাঁহারা গর্দভশাবকটি খুলিতেছিলেন, তখন মালিকেরা তাঁহাদিগকে বলিল, গর্দভশাবকটি খুলিতেছ কেন?


পরে তাঁহারা সেটিকে যীশুর নিকটে লইয়া আসিলেন, এবং তাহার পৃষ্ঠে আপনাদের বস্ত্র পাতিয়া তাহার উপরে যীশুকে বসাইলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন