লূক 19:30 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)30 বলিলেন, ঐ সম্মুখস্থ গ্রামে যাও; তথায় প্রবেশ করিবামাত্র একটি গর্দভশাবক বাঁধা দেখিতে পাইবে, যাহাতে কোন মানুষ কখনও বসে নাই; সেটি খুলিয়া আন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস30 বললেন, ঐ সম্মুখস্থ গ্রামে যাও; সেখানে প্রবেশ করামাত্র একটি গাধার বাচ্চা বাঁধা দেখতে পাবে, যাতে কোন মানুষ কখনও বসে নি; সেটি খুলে আন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ30 “তোমরা সামনের ওই গ্রামে যাও। সেখানে প্রবেশ করা মাত্র দেখতে পাবে যে একটি গর্দভশাবক বাঁধা আছে, যার উপরে কেউ কখনও বসেনি। সেটির বাঁধন খুলে এখানে নিয়ে এসো। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)30 uhar bhitor jaibamattroi, ekṭi gadhar bacca bãdha ache, dekhite paibe, jahar piṭhe kôno manuʃ kokhonô coṛe nai; ʃeṭi khulia loia aʃio. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)30 বললেন, সামনের ঐ গ্রামটিতে যাও, সেখানে ঢুকেই দেখতে পাবে, একটি গর্দভ শাবক বাঁধা রয়েছে যার ওপর কেউ কোন দিন বসেনি। ওটি খুলে নিয়ে এস। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)30 বলিলেন, ঐ সম্মুখস্থ গ্রামে যাও; তথায় প্রবেশ করিবামাত্র একটী গর্দ্দভশাবক বাঁধা দেখিতে পাইবে, যাহাতে কোন মানুষ কখনও বসে নাই; সেটী খুলিয়া আন। অধ্যায় দেখুন |