Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লূক 19:25 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

25 তাহারা তাঁহাকে কহিল, প্রভু, উহার যে দশ মুদ্রা আছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

25 তারা তাঁকে বললো, প্রভু এর যে দশটি মুদ্রা আছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

25 “তারা বলল, ‘মহাশয়, ওর তো দশটি মুদ্রা আছেই!’

অধ্যায় দেখুন কপি

luker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)

25 tahakei dao’ — tahara tãhake bolilo, ‘probhu! uhar to pãc ʃo ṭaka ache!’ —

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

25 তারা বলল, ‘আজ্ঞে, ওর তো দশটি মুদ্রা আছে।’

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

25 —তাহারা তাঁহাকে কহিল, প্রভু, উহার যে দশ মুদ্রা আছে।—

অধ্যায় দেখুন কপি




লূক 19:25
5 ক্রস রেফারেন্স  

পরে সে তাহাকে ডাকিয়া কহিল, তোমার বিষয়ে এ কি কথা শুনিতেছি? তোমার দেওয়ানী-পদের হিসাব দেও, কেননা তুমি আর দেওয়ান থাকিতে পারিবে না।


আর হে প্রভু সদাপ্রভু, তোমার দৃষ্টিতে ইহাও ক্ষুদ্র বিষয় হইল; তুমি আপন দাসের কুলের বিষয়েও সুদীর্ঘ কালের উদ্দেশে কথা কহিলে; হে প্রভু সদাপ্রভু, এ কি মনুষ্যের নিয়ম?


আর যাহারা নিকটে দাঁড়াইয়াছিল, তিনি তাহাদিগকে বলিলেন, ইহার নিকট হইতে ঐ মুদ্রা লও, এবং যাহার দশ মুদ্রা আছে, তাহাকে দেও।


আমি তোমাদিগকে বলিতেছি, যে কাহারও আছে, তাহাকে দেওয়া যাইবে; কিন্তু যাহার নাই, তাহার যাহা আছে, তাহাও তাহার নিকট হইতে লওয়া যাইবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন