লূক 18:43 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)43 তাহাতে সে তৎক্ষণাৎ দেখিতে পাইল, এবং ঈশ্বরের গৌরব করিতে করিতে তাঁহার পশ্চাৎ পশ্চাৎ গমন করিল। তাহা দেখিয়া সকল লোক ঈশ্বরের স্তব করিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস43 তাতে সে তৎক্ষণাৎ দেখতে পেল এবং আল্লাহ্র গৌরব করতে করতে তাঁর পিছনে পিছনে গমন চললো। তা দেখে সকল লোক আল্লাহ্র প্রশংসা করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ43 তখনই সে তার দৃষ্টিশক্তি লাভ করল ও ঈশ্বরের প্রশংসা করতে করতে যীশুকে অনুসরণ করল। এই দেখে সমস্ত লোকও ঈশ্বরের বন্দনা করতে লাগল। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)43 tahate tokhoni ʃe dekhite pailo, ar iʃʃorer stob korite korite tãhar pichone pichone jaite lagilo. ʃomosto lôk iha dekhia iʃʃorer gunogan korilo. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)43 সঙ্গে সঙ্গে সে দৃষ্টিলাভ করল এবং ঈশ্বরের মহিমা কীর্তন করতে করতে তাঁর পিছন পিছন চলল। এই দেখে সমস্ত লোক ঈশ্বরের স্তুতি করতে লাগল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)43 তাহাতে সে তৎক্ষণাৎ দেখিতে পাইল, এবং ঈশ্বরের গৌরব করিতে করিতে তাঁহার পশ্চাৎ পশ্চাৎ গমন করিল। তাহা দেখিয়া সকল লোক ঈশ্বরের স্তব করিল। অধ্যায় দেখুন |