লূক 18:39 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)39 যাহারা আগে আগে যাইতেছিল, তাহারা চুপ চুপ বলিয়া তাহাকে ধমক্ দিল, কিন্তু সে আরও অধিক চেঁচাইয়া বলিতে লাগিল, হে দায়ূদ-সন্তান, আমার প্রতি দয়া করুন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস39 যারা আগে আগে যাচ্ছিল, তারা চুপ চুপ বলে তাকে ধমক্ দিল, কিন্তু সে আরও বেশি চেঁচিয়ে বলতে লাগল, হে দাউদ-সন্তান আমার প্রতি করুণা করুন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ39 সামনের লোকেরা তাকে ধমক দিল ও চুপ করতে বলল, কিন্তু সে আরও বেশি চিৎকার করে বলতে লাগল, “হে দাউদের সন্তান, আমার প্রতি কৃপা করুন।” অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)39 jahara age age jaitechilo, tahara tahake “cup, cup!” bolia dhomok dite lagilo. kintu ʃe arô beʃi citkar koria bolite lagilo, “ôhe dauder ʃontan! amake doya koro.” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)39 সামনে যারা ছিল, তারা তাকে ধমক দিয়ে চুপ করতে বলল, কিন্তু সে আরও জোরে চেঁচিয়ে বলতে লাগল, হে দাউদ-সন্তচান, আমার প্রতি দয়া করুন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)39 যাহারা আগে আগে যাইতেছিল, তাহারা চুপ চুপ বলিয়া তাহাকে ধমক্ দিল, কিন্তু সে আরও অধিক চেঁচাইয়া বলিতে লাগিল, হে দায়ূদ-সন্তান, আমার প্রতি দয়া করুন। অধ্যায় দেখুন |