লূক 17:37 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)37 তিনি তাঁহাদিগকে কহিলেন, যেখানে শব, সেখানেই শকুন যুটিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস37 তিনি তাঁদেরকে বললেন, যেখানে লাশ, সেখানেই শকুন জুটবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ37 তারা জিজ্ঞাসা করল, “কোথায় প্রভু?” তিনি বললেন, “যেখানে মৃতদেহ, শকুনের ঝাঁক সেখানেই জড়ো হবে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)37 তিনি তাঁদের বললেন, যেখানে মৃতদেহ থাকবে সেখানেই শকুনের ঝাঁক এসে জুটবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)37 হে প্রভু, কোথায়? তিনি তাঁহাদিগকে কহিলেন, যেখানে শব, সেখানেই শকুন যুটিবে। অধ্যায় দেখুন |