লূক 17:35 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)35 দুই জন স্ত্রীলোক একত্রে যাঁতা পিষিবে; তাহাদের একজনকে লওয়া যাইবে, এবং অন্য জনকে ছাড়িয়া যাওয়া হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস35 দু’জন স্ত্রীলোক একত্রে যাঁতা পিষবে; তাদের এক জনকে নেওয়া যাবে এবং অন্য জনকে ছেড়ে যাওয়া হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ35 দুজন মহিলা একসঙ্গে জাঁতা পেষণ করবে; একজনকে নিয়ে যাওয়া হবে, অন্যজনকে ছেড়ে যাওয়া হবে। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)35 dui jon strilôk æk ʃoŋge jãta piʃite thakibe, æk jonke loibe, ar æk jonke phelia jaibe.” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)35 যেখানে দুজন স্ত্রীলোক একসঙ্গে যাঁতা পিষবে, তাদের একজনকে নিয়ে যাওয়া হবে, অন্যজন সেখানে পড়ে থাকবে। তাঁরা তাঁকে বললেন, কোথায় এসব ঘটবে প্রভু? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)35 দুইটী স্ত্রীলোক একত্র যাঁতা পিষিবে; তাহাদের এক জনকে লওয়া যাইবে, এবং অন্য জনকে ছাড়িয়া যাওয়া হইবে। অধ্যায় দেখুন |