লূক 17:29 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)29 কিন্তু যে দিন লোট সদোম হইতে বাহির হইলেন, সেই দিন আকাশ হইতে অগ্নি ও গন্ধক বর্ষিয়া সকলকে বিনষ্ট করিল- অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস29 কিন্তু যেদিন লূত সাদুম থেকে বের হলেন, সেদিন আসমান থেকে আগুন ও গন্ধক বর্ষিয়ে সকলকে বিনষ্ট করলো— অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ29 কিন্তু লোট যেদিন সদোম ত্যাগ করলেন, সেদিন আকাশ থেকে আগুন ও গন্ধকের বৃষ্টি নেমে তাদের সবাইকে ধ্বংস করে দিল। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)29 kintu je din lôṭ ʃodôm hoite bahir hoia gælen, ʃei din akaʃ hoite agun ar gondhok borʃia ʃobaike binaʃ koria phelilo, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 সেদিন আকাশ থেকে অগ্নি ও গন্ধক বৃষ্টি হয়ে তাদের সবাইকে ধ্বংস করে দিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 কিন্তু যে দিন লোট সদোম হইতে বাহির হইলেন, সেই দিন আকাশ হইতে অগ্নি ও গন্ধক বর্ষিয়া সকলকে বিনষ্ট করিল— অধ্যায় দেখুন |