লূক 17:28 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)28 সেইরূপ লোটের সময়ে যেমন হইয়াছিল- লোকে ভোজন পান, ক্রয় বিক্রয়, বৃক্ষ রোপণ ও গৃহ নির্মাণ করিত; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 আবার লূতের সময়ে যেমন হয়েছিল— লোকে ভোজন পান, ক্রয়-বিক্রয়, গাছ লাগানো ও বাড়ি-ঘর নির্মাণ করতো; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 “লোটের সময়েও একই ঘটনা ঘটেছিল। লোকেরা খাওয়াদাওয়া করছিল, কেনাবেচা, কৃষিকাজ ও গৃহ নির্মাণে ব্যস্ত ছিল। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)28 tæmoni lôṭer amoleô je rokom bæpar hoiachilo — lôke khawa dawa korite lagilo, kena bæca korite lagilo, rôa bôna korite lagilo, ghor baṛi toiar korite lagilo; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 তেমনি লোটের সময়ও যা ঘটেছিল –লোকে পানভোজন কেনা-বেচা, চাষ-বাস এবং গৃহ-নির্মাণের কাজে ব্যাপৃত ছিল কিন্তু যেদিন লোট সদোম থেকে বেরিয়ে এলেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 সেইরূপ লোটের সময়ে যেমন হইয়াছিল—লোকে ভোজন পান, ক্রয় বিক্রয়, বৃক্ষ রোপন ও গৃহ নির্ম্মাণ করিত; অধ্যায় দেখুন |