লূক 17:27 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)27 লোকে ভোজন পান করিত, বিবাহ করিত, বিবাহিতা হইত, যে পর্যন্ত না নোহ জাহাজে প্রবেশ করিলেন, আর জলপ্লাবন আসিয়া সকলকে বিনষ্ট করিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস27 লোকে ভোজন পান করতো, বিয়ে করতো, বিবাহিতা হত, যে পর্যন্ত না নূহ্ জাহাজে প্রবেশ করলেন, আর বন্যা এসে সকলকে বিনষ্ট করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ27 নোহ জাহাজে প্রবেশ করা পর্যন্ত লোকেরা খাওয়াদাওয়া করত, বিবাহ করত ও তাদের বিবাহ দেওয়া হত। তারপর মহাপ্লাবন এসে তাদের সবাইকে ধ্বংস করে দিল। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)27 lôke khawa dawa korite lagilo, bibaho korite lagilo, bibaho dite lagilo, je porjonto na nôho jahaje uṭhilen, ar omoni ban aʃia ʃobaike bhaʃaia loia gælo. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)27 নোহ যেদিন জাহাজে উঠলেন, সেদিন বন্যায় সব ধ্বংস হয়ে না যাওয়া পর্যন্ত তারা পানভোজন বিবাহ উৎসবে মেতে রইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)27 লোকে ভোজন পান করিত, বিবাহ করিত, বিবাহিতা হইত, যে পর্য্যন্ত না নোহ জাহাজে প্রবেশ করিলেন, আর জলপ্লাবন আসিয়া সকলকে বিনষ্ট করিল। অধ্যায় দেখুন |