লূক 17:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)16 এবং যীশুর চরণে উবুড় হইয়া পড়িয়া তাঁহার ধন্যবাদ করিতে লাগিল; সেই ব্যক্তি শমরীয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 এবং ঈসার পায়ে উবুড় হয়ে পড়ে তাঁকে শুকরিয়া জানাতে লাগল; সেই ব্যক্তি এক জন সামেরীয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 সে যীশুর পায়ে লুটিয়ে পড়ে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাল। সে ছিল একজন শমরীয়। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)16 ar jiʃur dhonnobad korite korite tãhar pae ubuṛ hoia poṛilo; ʃei lôkṭi ʃomorio. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 এবং যীশুর পায়ে উবুড় হয়ে পড়ে ধন্যবাদ জানাল। সে ছিল একজন শমরীয়া দেশের লোক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 এবং যীশুর চরণে উবুড় হইয়া পড়িয়া তাঁহার ধন্যবাদ করিতে লাগিল; সেই ব্যক্তি শমরীয়। অধ্যায় দেখুন |