লূক 16:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 আমার দেওয়ানী-পদ গেলে লোকে যেন আপন আপন গৃহে আমাকে গ্রহণ করে, এই জন্য যাহা করিব, তাহা বুঝিলাম। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 আমার ব্যবস্থাপক-পদ গেলে লোকে যেন নিজ নিজ বাড়িতে আমাকে গ্রহণ করে, এজন্য যা করতে হবে তা আমি জানি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 আমি এখানে কাজ হারালে লোকেরা যেন আমাকে তাদের বাড়িতে স্বাগত জানায়, এজন্য আমি জানি আমাকে কী করতে হবে।’ অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)4 amar dewani‐kaj gele lôke jæno amake aponader baṛite assroy dæy, ʃe jonno ki korite hoibe, bujhiachi.’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 ঠিক আছে, তাহলে এক কাজ করি। চাকরি গেলে পর লোকে যাতে আমাকে তাদের বাড়িতে আশ্রয় দেয় তার ব্যবস্থা করি।’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 আমার দেওয়ানী পদ গেলে লোকে যেন আপন আপন গৃহে আমাকে গ্রহণ করে, এজন্য যাহা করিব, তাহা বুঝিলাম। অধ্যায় দেখুন |