লূক 16:29 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)29 কিন্তু অব্রাহাম কহিলেন, তাহাদের নিকটে মোশি ও ভাববাদিগণ আছেন; তাঁহাদেরই কথা তাহারা শুনুক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস29 কিন্তু ইব্রাহিম বললেন, তাদের কাছে মূসার শরীয়ত ও নবীদের কিতাব রয়েছে; তাঁদেরই কথায় তারা মনযোগ দিক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ29 “অব্রাহাম উত্তর দিলেন, ‘তাদের জন্য আছেন মোশি ও ভাববাদীরা। তাদেরই কথায় তারা কর্ণপাত করুক।’ অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)29 kintu obraham bolilen, ‘tahader to môʃi ar banibadider pũthi ache; tãhaderi kotha tahara ʃunuk.’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 কিন্তু অব্রাহাম বললেন, ‘তাদের জন্য মোশি ও নবীরা আছেন, তাঁদেরই কথা তারা শুনুক।’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 কিন্তু অব্রাহাম কহিলেন, তাহাদের নিকটে মোশি ও ভাববাদিগণ আছেন; তাঁহাদেরই কথা তাহারা শুনুক। অধ্যায় দেখুন |