লূক 16:28 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)28 কেননা আমার পাঁচটি ভাই আছে; সে গিয়া তাহাদের নিকটে সাক্ষ্য দিউক, যেন তাহারাও এই যাতনা-স্থানে না আইসে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 কেননা আমার পাঁচটি ভাই আছে; সে গিয়ে তাদের কাছে সাক্ষ্য দিক; যেন তারাও এই যাতনা-স্থানে না আসে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 কারণ আমার পাঁচ ভাই আছে। সে গিয়ে তাদের সতর্ক করে দিক, যেন তারাও এই যন্ত্রণাময় স্থানে না এসে পড়ে।’ অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)28 kænona amar pãcṭi bhai ache; ô gia tahadigoke bhalo koria bujhaia diuk, pache taharaô ei jontronar jaygay aiʃe.’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 সেখানে আমার পাঁচটি ভাই আছে। ও গিয়ে সাবধান করে দিক যেন তারাও এই যন্ত্রণাময় জায়গায় এসে না পড়ে।’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 কেননা আমার পাঁচটী ভাই আছে; সে গিয়া তাহাদের নিকটে সাক্ষ্য দিউক, যেন তাহারাও এই যাতনাস্থানে না আইসে। অধ্যায় দেখুন |