লূক 16:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)19 একজন ধনবান লোক ছিল, সে বেগুনে কাপড় ও সূক্ষ্ম বস্ত্র পরিধান করিত, এবং প্রতিদিন জাঁকজমকের সহিত আমোদ প্রমোদ করিত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 এক জন ধনবান লোক ছিল, সে বেগুনে কাপড় ও মসীনার কাপড় পরতো এবং প্রতিদিন জাঁকজমকের সঙ্গে আমোদ প্রমোদ করতো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 “এক ধনী ব্যক্তি ছিল। সে বেগুনি রংয়ের মিহি মসিনার পোশাক পরত। প্রতিদিন সে বিলাসবহুল জীবনযাপন করত। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)19 æk jon dhoni lôk chilo; ʃe dami dami roktoborno kapoṛ, mihi mihi ʃoner ʃutar pôʃak porito, ar rôj rôj dhumdham koria amôd alhad korito. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 একজন ধনী ব্যক্তি ছিল, সে বেগুনী রং-এর মিহি রেশমী পোষাক পরতো এবং প্রতিদিন জাঁক-জমকের সঙ্গে খাওয়া-দাওয়া করত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 এক জন ধনবান্ লোক ছিল, সে বেগুনে কাপড় ও সূক্ষ্ম বস্ত্র পরিধান করিত, এবং প্রতিদিন জাঁকজমকের সহিত আমোদ প্রমোদ করিত। অধ্যায় দেখুন |