লূক 15:31 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)31 তিনি তাহাকে বলিলেন, বৎস, তুমি সর্বদাই আমার সঙ্গে আছ, আর যাহা যাহা আমার, সকলই তোমার। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস31 তিনি তাকে বললেন, বৎস, তুমি সব সময়ই আমার সঙ্গে আছ, আর যা যা আমার, সকলই তোমার। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ31 “বাবা বললেন, ‘ছেলে আমার, তুমি সবসময়ই আমার সঙ্গে আছ। আর আমার যা কিছু আছে, সবই তো তোমার। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)31 tini tahake bolilen, ‘bapu! tumi baro maʃi amar kache acho, ar amar jaha jaha ache, ʃobi to tômar. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 তিনি তখন বললেন, ‘বাবা, তুমি তো সব সময়ই আমার সঙ্গে রয়েছ। আমার যা কিছু সবই তো তোমার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 তিনি তাহাকে বলিলেন, বৎস, তুমি সর্ব্বদাই আমার সঙ্গে আছ, আর যাহা যাহা আমার, সকলই তোমার। অধ্যায় দেখুন |