লূক 15:27 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)27 সে তাহাকে বলিল, তোমার ভাই আসিয়াছে, এবং তোমার পিতা হৃষ্টপুষ্ট বাছুরটি মারিয়াছেন, কেননা তিনি তাহাকে সুস্থ পাইয়াছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস27 সে তাকে বললো, তোমার ভাই ফিরে এসেছে এবং তোমার পিতা হৃষ্টপুষ্ট বাছুরটি মেরেছেন, কেননা তিনি তাকে সুস্থ অবস্থায় ফিরে পেয়েছেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ27 সে উত্তর দিল, ‘আপনার ভাই ফিরে এসেছে এবং আপনার বাবা তাকে নিরাপদে, সুস্থ শরীরে ফিরে পেয়েছেন বলে একটি হৃষ্টপুষ্ট বাছুর মেরেছেন।’ অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)27 ʃe tahake bolilo, ‘tômar bhai aʃiache, tai tômar bap môṭa ʃôṭa bachurṭi marilen, kænona tini tahake ʃustho dehe paiachen.’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)27 সে তখন বলল, ‘আপনার ভাই ফিরে এসেছে, তাই আপনার বাবা একটি হৃষ্টপুষ্ট বাছুর মেরেছেন। কারণ তিনি তাকে নিরাপদে এবং সুস্থ শরীরে ফিরে পেয়েছেন।’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)27 সে তাহাকে বলিল, তোমার ভাই আসিয়াছে, এবং তোমার পিতা হৃষ্টপুষ্ট বাছুরটী মারিয়াছেন, কেননা তিনি তাহাকে সুস্থ পাইয়াছেন। অধ্যায় দেখুন |