লূক 14:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)22 পরে সেই দাস কহিল, প্রভু, আপনি যাহা আজ্ঞা করিয়াছিলেন, তাহা করা গেল, আর এখনও স্থান আছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 পরে সেই গোলাম বললো, মালিক, আপনি যা হুকুম করেছিলেন, তা করা হয়েছে, আর এখনও স্থান আছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 “সেই দাস বলল, ‘প্রভু, আপনার আদেশমতোই কাজ হয়েছে, কিন্তু এখনও অনেক জায়গা খালি আছে।’ অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)22 tar por cakorṭi aʃia bolilo, ‘mohaʃoy, aponi jaha aggæ̃ koriachilen, taha kora gælo, kintu ækhonô jayga ache.’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 ভৃত্যটি তাঁকে বলল, ‘কর্তা, আপনার আদেশ মত কাজ হয়েছে, কিন্তু এখনও জায়গা খালি আছে।’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 পরে সে দাস কহিল, প্রভু, আপনি যাহা আজ্ঞা করিয়াছিলেন, তাহা করা গেল, আর এখনও স্থান আছে। অধ্যায় দেখুন |