লূক 12:45 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)45 কিন্তু সেই দাস যদি মনে মনে বলে, আমার প্রভুর আসিবার বিলম্ব আছে, এবং সে দাস-দাসীদিগকে প্রহার করিতে, ভোজন পান করিতে ও মত্ত হইতে আরম্ভ করে, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস45 কিন্তু সেই গোলাম যদি মনে মনে বলে, আমার মালিকের আসার বিলম্ব আছে এবং সে গোলাম-বাঁদীদের প্রহার করতে, ভোজন পান করতে ও মাতাল হতে আরম্ভ করে, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ45 কিন্তু মনে করো, সেই দাস মনে মনে ভাবল, ‘আমার প্রভুর ফিরে আসতে এখনও অনেক দেরি আছে,’ তাই সে অন্য দাস-দাসীদের মারতে শুরু করল, খাওয়াদাওয়া ও সুরাপান করে মত্ত হতে লাগল। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)45 kintu ʃei cakor jodi mone mone bole, ‘amar moniber aʃite deri ache,’ ar ei bolia ar ar cakor cakranidigoke marite ki mod bhôj khaia matal hoite arombho kore, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)45 কিন্তু সেই দাস যদি ‘আমার প্রভুর আসতে দেরী আছে’, এই ভেবে দাস-দাসীদের মারপিট করে এবং খাওয়া-দাওয়া ও সুরা পান করে মত্ত হয়এ থাকে অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)45 কিন্তু সেই দাস যদি মনে মনে বলে, আমার প্রভুর আসিবার বিলম্ব আছে, এবং সে দাস দাসীদিগকে প্রহার করিতে, ভোজন পান করিতে ও মত্ত হইতে আরম্ভ করে, অধ্যায় দেখুন |