লূক 12:31 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)31 তোমরা বরং তাঁহার রাজ্যের বিষয়ে সচেষ্ট হও, তাহা হইলে এই সকলও তোমাদিগকে দেওয়া যাইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস31 তোমরা বরং তাঁর রাজ্যের বিষয়ে সচেষ্ট হও, তা হলে এই সকলও তোমাদেরকে দেওয়া যাবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ31 কিন্তু তোমরা প্রথমে তাঁর রাজ্যের অন্বেষণ করো, তাহলে এই সমস্ত বিষয়ও তোমাদের দেওয়া হবে। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)31 boroŋ tãhar rajjer ceʃṭatei thako; taha korile, baṛti‐bhag bolia ei ʃokolô tômadigoke jôgaia dewa jaibe. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 তাই এগুলির পরিবর্তে তাঁর রাজত্ব প্রতিষ্ঠার জন্য তৎপর হও। তাহলে তার সঙ্গে এ সবই লাভ করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 তোমরা বরং তাঁহার রাজ্যের বিষয়ে সচেষ্ট হও, তাহা হইলে এই সকলও তোমাদিগকে দেওয়া যাইবে। অধ্যায় দেখুন |