লূক 11:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)8 আমি তোমাদিগকে বলিতেছি, সে যদ্যপি বন্ধু বলিয়া উঠিয়া তাহা না দেয়, তথাপি উহার আগ্রহ প্রযুক্ত উঠিয়া উহার যত প্রয়োজন, তাহা দিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 আমি তোমাদেরকে বলছি, সে যদিও বন্ধু বলে উঠে তা না দেয়, তবুও সে বারংবার অনুরোধ করছে বলে উঠে তার প্রয়োজন অনুসারে তা তাকে দেবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 আমি তোমাদের বলছি, যদিও তার বন্ধু বলে সে উঠে তাকে রুটি দিতে পারবে না, কিন্তু লোকটির আকুলতার জন্য সে উঠে তার চাহিদামতো রুটি তাকে দেবে। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)8 jodiô tahar bondhu bolia ʃe uṭhia uhake dite raji na hoy, uhar piṛapiṛite kintu ʃe uṭhia, tahar jotokhana dorkar, tahake dibe. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 তোমাদের আমি বলছি, বন্ধুত্বের খাতিরে সে তাকে কিছু না দিলেও তার কুকুত্তে উত্যক্ত হয়ে সে উঠে এসে তার যচা কিছু দরকার দেবেই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 আমি তোমাদিগকে বলিতেছি, সে যদ্যপি বন্ধু বলিয়া উঠিয়া তাহা না দেয়, তথাপি উহার আগ্রহ প্রযুক্ত উঠিয়া উহার যত প্রয়োজন, তাহা দিবে। অধ্যায় দেখুন |