লূক 11:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 কেননা আমার এক বন্ধু পথে যাইতে যাইতে আমার কাছে আসিয়াছেন, তাঁহার সম্মুখে রাখিবার আমার কিছুই নাই; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 কেননা আমার এক বন্ধু পথে যেতে যেতে আমার কাছে এসেছেন, তাঁর সম্মুখে রাখার মত আমার কিছুই নেই; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 ‘বন্ধু, আমাকে তিনটি রুটি ধার দাও। আমার এক বন্ধু এক জায়গায় যাওয়ার পথে আমার কাছে এসেছে। কিন্তু তাকে খেতে দেওয়ার মতো আমার কিছুই নেই।’ অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)6 kænona amar æk jon bondhu jaite jaite pother majhe amar baṛi aʃia poṛiache; tahake khaite dii, amar ghore æmon kichui nai’; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 আমার একজন বন্ধু এক জায়গায় যাওযার পথে আমার কাছে এসেছে, কিন্তু তাকে খেতে দেবার মত আমার কিছুই নেই।’। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 কেননা আমার এক বন্ধু পথে যাইতে যাইতে আমার কাছে আসিয়াছেন, তাঁহার সম্মুখে রাখিবার আমার কিছুই নাই;’ অধ্যায় দেখুন |