Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লূক 11:53 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

53 তিনি সেই স্থান হইতে বাহির হইয়া আসিলে অধ্যাপক ও ফরীশীগণ তাঁহাকে অত্যন্ত পীড়াপীড়ি করিতে, ও নানা বিষয়ে কথা বলাইবার জন্য উত্তেজিত করিতে লাগিল,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

53 তিনি সেই স্থান থেকে বের হয়ে আসলে আলেম ও ফরীশীরা তাঁকে অত্যন্ত পীড়াপীড়ি করতে ও নানা বিষয়ে কথা বলাবার জন্য উত্তেজিত করতে লাগল,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

53 যীশু সেই স্থান ছেড়ে যাওয়ার সময় ফরিশী ও শাস্ত্রবিদরা তাঁর তীব্র বিরোধিতা করতে লাগল এবং তাঁকে প্রশ্নবাণে জর্জরিত করে তুলল।

অধ্যায় দেখুন কপি

luker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)

53 tini ʃekhan hoite bahir hoia aʃile, gurura ar phoriʃira tãhake biʃom piṛapiṛi korite ar oʃabodhane uttor dewaibar jonno onek onek biʃoyer kotha jiggæ̃ʃa korite lagilo;

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

53 যীশু সেখান থেকে চলে গেলে শাস্ত্রগুরু ও ফরিশীরা তাঁকে খুব পীড়াপীড়ি করতে লাগল এবং অনেক বিষয়ে তারা তাঁকে কথা বলানোর চেষ্টা করতে লাগল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

53 তিনি সেখান হইতে বাহির হইয়া আসিলে অধ্যাপক ও ফরীশীগণ তাঁহাকে অত্যন্ত পীড়াপীড়ি করিতে, ও নানা বিষয়ে কথা বলাইবার জন্য উত্তেজনা করিতে লাগিল,

অধ্যায় দেখুন কপি




লূক 11:53
11 ক্রস রেফারেন্স  

প্রেম আত্মশ্লাঘা করে না, গর্ব করে না, অশিষ্টাচরণ করে না, স্বার্থ চেষ্টা করে না, রাগিয়া উঠে না, অপকার গণনা করে না,


আর সদ্দূকীদের- যাহারা প্রতিবাদ করিয়া বলে, পুনরুত্থান নাই, তাহাদের- কয়েক জন নিকটে আসিয়া তাঁহাকে জিজ্ঞাসা করিল,


তখন তাহারা তাঁহার উপরে দৃষ্টি রাখিয়া, এমন কয়েক জন চর পাঠাইয়া দিল, যাহারা ছদ্মবেশী ধার্মিক সাজিবে, যেন তাঁহার কথা ধরিয়া তাঁহাকে রাজদ্বারে ও দেশাধ্যক্ষের কর্তৃত্বে সমর্পণ করিতে পরে।


কারণ আমি অনেকের পরিবাদ শুনিতেছি, চারিদিকে ভয় রহিয়াছে। ‘তোমরা অভিযোগ কর, এবং আমরাও উহার নামে অভিযোগ করিব,’ আমার সমস্ত মিত্র আমার স্খলনের অপেক্ষা করিয়া এই কথা বলে, ‘কি জানি, সে প্ররোচিত হইবে, আর আমরা প্রবল হইয়া তাহাকে পরাজিত করিয়া প্রতিরোধ দিব।’


তখন তাহারা কহিল, চল, আমরা যিরমিয়ের বিরুদ্ধে পরামর্শ করি, কেননা যাজকের নিকট হইতে ব্যবস্থা, জ্ঞানবানের নিকট হইতে মন্ত্রণা ও ভাববাদীর নিকট হইতে বাক্য লুপ্ত হইবে না; চল, আমরা জিহ্বা দ্বারা উহাকে প্রহার করি, উহার কোন কথায় মনোযোগ না করি।


অরাম সম্মুখে ও পলেষ্টীয়েরা পশ্চাতে; তাহারা হা করিয়া ইস্রায়েলকে গ্রাস করিবে। এই সকলেতেও তাঁহার ক্রোধ নিবৃত্ত হয় নাই, কিন্তু তাঁহার হস্ত এখনও বিস্তারিত রহিয়াছে।


হা ব্যবস্থাবেত্তারা, ধিক্‌ তোমাদিগকে, কেননা তোমরা জ্ঞানের চাবি হরণ করিয়া লইয়াছ; আপনারা প্রবেশ করিলে না, এবং যাহারা প্রবেশ করিতেছিল, তাহাদিগকেও বাধা দিলে।


তাঁহার মুখের কথা ধরিবার জন্য ফাঁদ পাতিয়া রহিল।


আমিই ত মনে করিতাম যে, নাসরতীয় যীশুর নামের বিরুদ্ধে অনেক কার্য করা আমার কর্তব্য।


সেই জন্য আমরা তীতকে অনুরোধ করিলাম, যেন তিনি পূর্বে যেমন আরম্ভ করিয়াছিলেন, তেমনি তোমাদের মধ্যে সেই অনুগ্রহ-কার্য সমাপ্তও করেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন