লূক 10:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)17 পরে সেই সত্তর জন আনন্দে ফিরিয়া আসিয়া কহিল, প্রভু, আপনার নামে ভূতগণও আমাদের বশীভূত হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 পরে সেই সত্তর জন আনন্দে ফিরে এসে বললো, প্রভু, আপনার নামে বদ-রূহ্রাও আমাদের বশীভূত হয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 সেই বাহাত্তর জন শিষ্য সানন্দে ফিরে এসে বললেন, “প্রভু, আপনার নামে ভূতেরাও আমাদের অধীনতা স্বীকার করে।” অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)17 tar por ʃei ʃottor jon alhade phiria aʃia bolilo, “probhu, aponar name bhuteraô amader boʃe aiʃe.” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 যীশুর প্রেরিত বাহাত্তর জন শিষ্য মহানন্দে ফিরে এসে বললেন, প্রভু অপদেবতারা পর্যন্ত আপনার নামে আমাদের বশীভূত হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 পরে সেই সত্তর জন আনন্দে ফিরিয়া আসিয়া কহিল, প্রভু, আপনার নামে ভূতগণও আমাদের বশীভূত হয়। অধ্যায় দেখুন |