লূক 10:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)11 তোমাদের নগরের যে ধুলা আমাদের পায়ে লাগিয়াছে, তাহাও তোমাদের বিরুদ্ধে ঝাড়িয়া দিই; তথাপি ইহা জানিও যে, ঈশ্বরের রাজ্য সন্নিকট হইল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 তোমাদের নগরের যে ধূলা আমাদের পায়ে লেগেছে, তাও তোমাদের বিরুদ্ধে ঝেড়ে ফেললাম; তবুও এই কথা জেনো যে, আল্লাহ্র রাজ্য সন্নিকট হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 ‘তোমাদের নগরের যে ধুলো আমাদের পায়ে লেগেছিল, তাও আমরা তোমাদের বিরুদ্ধে ঝেড়ে ফেললাম। তবুও তোমরা এ বিষয়ে নিশ্চিতভাবে জেনো, ঈশ্বরের রাজ্য সন্নিকট।’ অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)11 ‘tômader ʃohorer je dhula amader pae lagiache, taha tômader dôʃer proman dibar jonno muchia phelitechi; tobu ei janio je iʃʃorer rajjo kachakachi hoiache.’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 ‘তোমাদের নগরের যে ধূলো আমাদের গায়ে লেগেছে, তোমাদের বিরুদ্ধে তাও ঝেড়ে ফেললাম। কিন্তু জেনে রাখ, ঈশ্বরের রাজ্য তোমাদের নিকটবর্তী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 তোমাদের নগরের যে ধূলা আমাদের পায়ে লাগিয়াছে, তাহাও তোমাদের বিরুদ্ধে ঝাড়িয়া দিই; তথাপি ইহা জানিও যে, ঈশ্বরের রাজ্য সন্নিকট হইল। অধ্যায় দেখুন |