লূক 1:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 তাঁহারা দুই জন ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক ছিলেন, প্রভুর সমস্ত আজ্ঞা ও বিধি অনুসারে নির্দোষরূপে চলিতেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 তাঁরা দু’জন আল্লাহ্র সাক্ষাতে ধার্মিক ছিলেন, প্রভুর সমস্ত হুকুম ও নিয়ম অনুসারে নির্দোষভাবে চলতেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 তাঁরা উভয়েই ছিলেন ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক। তাঁরা প্রভুর সমস্ত আজ্ঞা ও বিধিনিয়ম নির্দোষরূপে পালন করতেন। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)6 tãhara dui jonei iʃʃorer ʃakkhæte boṛo dharmik chilen — tãhara probhur ʃomosto aggæ̃ ô bidhi nikhũt bhabe mania coliten. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 এঁরা দুজনেই ঈশ্বরের দৃষ্টিতে শুদ্ধভাবে জীবনযাপন করতেন এবং প্রভুর সমস্ত আদেশ ও বিধান নিখুঁতভাবে মেনে চলতেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 তাঁহারা দুই জন ঈশ্বরের সাক্ষাতে ধার্ম্মিক ছিলেন, প্রভুর সমস্ত আজ্ঞা ও বিধি অনুসারে নির্দ্দোষরূপে চলিতেন। অধ্যায় দেখুন |