লূক 1:59 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)59 আর তাহারা তাঁহার সহিত আনন্দ করিল। পরে তাহারা অষ্টম দিনে বালকটির ত্বক্ছেদ করিতে আসিল, আর তাহার পিতার নামানুসারে তাহার নাম সখরিয় রাখিতে চাহিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস59 পরে তারা অষ্টম দিনে বালকটির খৎনা করতে আসল, আর তার পিতার নাম অনুসারে তার নাম জাকারিয়া রাখতে চাইল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ59 অষ্টম দিনে তারা শিশুটিকে সুন্নত করার জন্য এসে তার পিতার নাম অনুসারে শিশুটির নাম সখরিয় রাখতে চাইল। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)59 tar por aṭ diner din tahara cheleṭir tokched‐ʃoŋʃkar korite uposthit hoilo, ar, tahar baper namer moto, tahar nam ʃokhorio rakhite cahilo; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)59 অষ্টম দিনে শিশুটির সুন্নত অনুষ্ঠানে তাঁরা সকলে এলেন এবং তার পিতার নাম অনুসারে তারও নাম সখরিয় রাখাই ঠিক করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)59 পরে তাহারা অষ্টম দিনে বালকটীর ত্বক্চ্ছেদ করিতে আসিল, আর তাহার পিতার নামানুসারে তাহার নাম সখরিয় রাখিতে চাহিল। অধ্যায় দেখুন |