লূক 1:48 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)48 কারণ তিনি নিজ দাসীর নীচ অবস্থার প্রতি দৃষ্টিপাত করিয়াছেন; কেননা দেখ, এই অবধি পুরুষপরম্পরা সকলে আমাকে ধন্য বলিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস48 কারণ তিনি তাঁর বাঁদীর নিচ অবস্থার প্রতি দৃষ্টিপাত করেছেন; কেননা দেখ, এখন থেকে পুরুষপরমপরা সকলে আমাকে ধন্যা বলবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ48 কারণ তিনি তাঁর এই দীনদরিদ্র দাসীর প্রতি দৃষ্টিপাত করেছেন। এখন থেকে পুরুষ-পরম্পরা আমাকে ধন্য বলে অভিহিত করবে। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)48 kænona tini nijo daʃir dinohin obosthar dike mukh tulia cahiachen, dækho, ækhon obodhi puruʃe puruʃe ʃokol kaler lôke amake boṛo bhaggoboti bolibe. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)48 কারণ তিনি অনুগ্রহ করেছেন তাঁর এই নগণ্যা দাসীর প্রতি। আজ থেকে যুগে যুগে সকলেই আমাকে বলবে ধন্যা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)48 কারণ তিনি নিজ দাসীর নীচ অবস্থার প্রতি দৃষ্টিপাত করিয়াছেন; কেননা দেখ, এই অবধি পুরুষপরম্পরা সকলে আমাকে ধন্য বলিবে। অধ্যায় দেখুন |