লূক 1:36 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)36 আর দেখ, তোমার জ্ঞাতি যে ইলীশাবেৎ, তিনিও বৃদ্ধ বয়সে পুত্রসন্তান গর্ভে ধারণ করিয়াছেন; লোকে যাঁহাকে বন্ধ্যা বলিত, এই তাঁহার ষষ্ঠ মাস। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস36 আর দেখ, তোমার জ্ঞাতি যে এলিজাবেত, তিনিও বৃদ্ধ বয়সে পুত্র-সন্তান গর্ভে ধারণ করেছেন; লোকে যাঁকে বন্ধ্যা বলতো, কিন্তু এখন তাঁর ছয় মাস চলছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ36 আর তোমার আত্মীয় ইলিশাবেতও বৃদ্ধ বয়সে সন্তানের মা হতে চলেছেন। যাকে সকলে বন্ধ্যা বলে জানত, এখন তাঁর ছয় মাস চলছে। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)36 ar dækho, tômar gæ̃ti je eliʃabet, ʃeô buṛô boyoʃei æk puttro‐ʃontan gorbhe dhoriache; bastobik, lôke jahake bãja bolito, ei tahar choy maʃ coliteche. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)36 তোমার আত্মীয় ইলিশাবেত, সকলে যাকে বন্ধ্যা বলে জানে, সেও এই বৃদ্ধ বয়সে সন্তানসম্ভবা হয়েছে —আজ ছয় মাস সে গর্ভধারণ করছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)36 আর দেখ, তোমার জ্ঞাতি যে ইলীশাবেৎ, তিনিও বৃদ্ধ বয়সে পুত্রসন্তান গর্ভে ধারণ করিয়াছেন; লোকে যাঁহাকে বন্ধ্যা বলিত, এই তাঁহার ষষ্ঠ মাস। অধ্যায় দেখুন |