লূক 1:35 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)35 দূত উত্তর করিয়া তাঁহাকে কহিলেন, পবিত্র আত্মা তোমার উপরে আসিবেন, এবং পরাৎপরের শক্তি তোমার উপরে ছায়া করিবে; এই কারণ যে পবিত্র সন্তান জন্মিবেন, তাঁহাকে ঈশ্বরের পুত্র বলা যাইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস35 ফেরেশতা জবাবে তাঁকে বললেন, পাক-রূহ্ তোমার উপরে আসবেন এবং সর্বশক্তিমানের শক্তি তোমার উপরে ছায়া করবে; এই কারণ যে পবিত্র সন্তান জন্মগ্রহণ করবেন, তাঁকে ইবনুল্লাহ্ বলা হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ35 উত্তর দিয়ে দূত তাঁকে বললেন, “পবিত্র আত্মা তোমার উপরে অবতরণ করবেন ও পরাৎপরের শক্তি তোমাকে আবৃত করবে। তাই যে পবিত্র পুরুষ জন্মগ্রহণ করবেন, তিনি ঈশ্বরের পুত্র বলে আখ্যাত হবেন। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)35 tahate dut tãhake ei bolia uttor dilen, “iʃʃorer attã tômar upore namia aʃiben; jini ʃokoler upore achen, tãhari mohaʃokti tômake jæno pakhay ḍhaka diben; ei jonnoi, tômar je ʃontanṭi jonmiben, tãhake pobittro — iʃʃorer puttro — bola jaibe. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)35 দূত বললেল, পবিত্র আত্মা তোমার উপর অধিষ্ঠিত হবেন। পরমেশ্বরের শক্তিতে তুমি হবে পরিবৃতা। তোমার গর্ভে যে পবিত্র সন্তান জন্মগ্রহণ করবেন, তিনি ঈশ্বরের পুত্র বলে অভিহিত হবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)35 দূত উত্তর করিয়া তাঁহাকে কহিলেন, পবিত্র আত্মা তোমার উপরে আসিবেন, এবং পরাৎপরের শক্তি তোমার উপরে ছায়া করিবে; এই কারণ যে পবিত্র সন্তান জন্মিবেন, তাঁহাকে ঈশ্বরের পুত্র বলা যাইবে। অধ্যায় দেখুন |