লূক 1:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 কারণ সে প্রভুর সম্মুখে মহান হইবে, এবং দ্রাক্ষারস কি সুরা কিছুই পান করিবে না; আর সে মাতার গর্ভ হইতেই পবিত্র আত্মায় পরিপূর্ণ হইবে; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 কারণ সে প্রভুর সম্মুখে মহান হবে এবং আঙ্গুর-রস বা সুরা কিছুই পান করবে না; আর সে মায়ের গর্ভ থেকেই পাক-রূহে পরিপূর্ণ হবে; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 কারণ প্রভুর দৃষ্টিতে সে হবে মহান। সে কখনও দ্রাক্ষারস, বা অন্য কোনো উত্তেজক পানীয় গ্রহণ করবে না এবং জন্মমুহূর্ত থেকেই সে পবিত্র আত্মায় পূর্ণ হবে। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)15 kænona tini probhur ʃakkhæte æk mohapuruʃ hoiben, ar aŋurer ʃorab ki mod kichutei khaiben na, kintu tãhar jonmo obodhii iʃʃorer attã tãhar ontore aʃia thakiben, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 ঈশ্বরের দৃষ্টিতে সে হবে মহান। কোন প্রকার সুরা বা উত্তেজক পানীয় তাকে পান করতে দেবে না। কারণ মাতৃগর্ভ থেকেই পবিত্র আত্মা তার উপরে অধিষ্ঠান করবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 কারণ সে প্রভুর সম্মুখে মহান্ হইবে, এবং দ্রাক্ষারস কি সুরা কিছুই পান করিবে না; আর সে মাতার গর্ভ হইতেই পবিত্র আত্মায় পরিপূর্ণ হইবে; অধ্যায় দেখুন |