রোমীয় 9:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 আর অব্রাহামের বংশ বলিয়া তাহারা যে সকলেই সন্তান, তাহাও নয়, কিন্তু “ইস্হাকেই তোমার বংশ আখ্যাত হইবে।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 আর ইব্রাহিমের বংশজাত বলে তারা যে সকলেই তাঁর সত্যিকারের সন্তান তাও নয়, কিন্তু “ইস্হাকেই তোমার বংশ আখ্যাত হবে।” অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 আবার অব্রাহামের বংশধর বলে তারা সকলেই যে তাঁর সন্তান, তাও নয়। কিন্তু বলা হয়েছিল, “ইস্হাকের মাধ্যমেই তোমার বংশ পরিচিত হবে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 কিন্তু ‘ইস্হাকের মাধ্যমে পরিচিত হবে তোমার বংশ' অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 আর অব্রাহামের বংশ বলিয়া তাহারা যে সকলেই সন্তান, তাহাও নয়, কিন্তু “ইস্হাকেই তোমার বংশ আখ্যাত হইবে।” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 এমনও নয় যে অব্রাহামের বংশের বলেই তারা সত্যিকারের সন্তান; কিন্তু ঈশ্বর বলেছিলেন, “কেবল ইস্হাক্ই তোমার বৈধ পুত্র হবে।” অধ্যায় দেখুন |