রোমীয় 8:30 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)30 আর তিনি যাহাদিগকে পূর্বে নিরূপণ করিলেন, তাহাদিগকে আহ্বানও করিলেন; আর যাহাদিগকে আহ্বান করিলেন, তাহাদিগকে ধার্মিক গণিতও করিলেন; আর যাহাদিগকে ধার্মিক গণিত করিলেন, তাহাদিগকে প্রতাপান্বিতও করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস30 আর তিনি যাদেরকে আগে নির্ধারণ করলেন, তাদেরকে আহ্বানও করলেন, আর যাদেরকে আহ্বান করলেন, তাদেরকে ধার্মিক প্রতিপন্ন করলেন; আর যাদেরকে ধার্মিক প্রতিপন্ন করলেন, তাদেরকে মহিমান্বিতও করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ30 আবার যাদের তিনি পূর্ব থেকে নির্দিষ্ট করেছিলেন, তাদের তিনি আহ্বানও করলেন, যাদের আহ্বান করলেন, তিনি তাদের নির্দোষ প্রতিপন্ন করলেন, আর যাদের নির্দোষ প্রতিপন্ন করলেন, তাদের মহিমান্বিতও করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)30 তিনি যাদের পূর্বে নিরূপণ করেছেন তাদের আহ্বানও করেছেন। যাদের আহ্বান করেছেন তাদের ধার্মিকরূপে প্রতিপন্ন করেছেন, মহিমান্বিতও করেছন তাদের। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)30 আর তিনি যাহাদিগকে পূর্ব্বে নিরূপণ করিলেন, তাহাদিগকে আহ্বানও করিলেন; আর যাহাদিগকে আহ্বান করিলেন, তাহাদিগকে ধার্ম্মিক গণিতও করিলেন; আর যাহাদিগকে ধার্ম্মিক গণিত করিলেন, তাহাদিগকে প্রতাপান্বিতও করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল30 আগে থেকে তিনি যাদের বেছে রেখেছিলেন তাদের আহ্বান করলেন; যাদের তিনি আহ্বান করলেন তাদের ধার্মিক গন্য করলেন এবং যাদের তিনি ধার্মিক গন্য করলেন তাদের মহিমান্বিত করলেন। অধ্যায় দেখুন |