রোমীয় 6:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)10 ফলতঃ তাঁহার যে মৃত্যু হইয়াছে, তদ্দ্বারা তিনি পাপের সম্বন্ধে একবারই মরিলেন; এবং তাঁহার যে জীবন আছে, তদ্দ্বারা তিনি ঈশ্বরের সম্বন্ধে জীবিত আছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 ফলত তাঁর যে মৃত্যু হয়েছে, তা দ্বারা তিনি গুনাহ্র সম্বন্ধে একবারই মরলেন এবং তাঁর যে জীবন আছে, তা দ্বারা তিনি আল্লাহ্র উদ্দেশ্যে জীবিত আছেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 যে মৃত্যু তিনি বরণ করেছেন, পাপের সম্বন্ধে একবারেই তিনি চিরকালের জন্য সেই মৃত্যুবরণ করেছেন; কিন্তু তাঁর যে জীবন আছে তার দ্বারা তিনি ঈশ্বরের উদ্দেশ্যেই জীবিত আছেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 পাপের পরিপ্রেক্ষিতে তিনি একবারই মৃত্যুবরণ করেছিলেন, এবং যে জীবনে তিনি আজ অধিষ্ঠিত সে জীবন ঈশ্বরেরই জান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 ফলতঃ তাঁহার যে মৃত্যু হইয়াছে, তদ্দ্বারা তিনি পাপের সম্বন্ধে একবারই মরিলেন; এবং তাঁহার যে জীবন আছে, তদ্দ্বারা তিনি ঈশ্বরের সম্বন্ধে জীবিত আছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 খ্রীষ্ট মৃত্যুভোগ করেছিলেন পাপের শক্তিকে চিরতরে পরাভূত করার জন্য। এখন তাঁর যে জীবন, সেই জীবন তিনি ঈশ্বরের জন্য যাপন করেন। অধ্যায় দেখুন |