Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




রোমীয় 3:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

17 এবং শান্তির পথ তাহারা জানে নাই;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

17 এবং শান্তির পথ তারা জানে নি;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

17 আর তারা শান্তির পথ জানে না,”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

17 শান্তির সরণি তাদের অজানা,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 এবং শান্তির পথ তাহারা জানে নাই;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 শান্তির পথ তারা কখনও চেনে নি।”

অধ্যায় দেখুন কপি




রোমীয় 3:17
7 ক্রস রেফারেন্স  

তাহারা শান্তির পথ জানে না, তাহাদের মার্গে বিচার নাই; তাহারা আপনাদের পথ বক্র করিয়াছে; যে কেহ সেই পথে যায়, সে শান্তি জানে না।


অতএব বিশ্বাস হেতু ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রীষ্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশে সন্ধি লাভ করিয়াছি;


যাহারা অন্ধকারে ও মৃত্যুচ্ছায়ায় বসিয়া আছে, তাহাদের উপরে দীপ্তি দিবার জন্য, আমাদের চরণ শান্তিপথে চালাইবার জন্য।


কেননা জীবনে যাইবার দ্বার সঙ্কীর্ণ ও পথ দুর্গম, এবং অল্প লোকেই তাহা পায়।


আমার ঈশ্বর কহেন, দুষ্ট লোকদের কিছুই শান্তি নাই।


তাহাদের পথে পথে ধ্বংস ও বিনাশ,


ঈশ্বর-ভয় তাহাদের চক্ষুর অগোচর।”


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন