রোমীয় 16:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)19 কেননা তোমাদের আজ্ঞাবহতার কথা সকল লোকের নিকটে ব্যাপিয়াছে। অতএব তোমাদের জন্য আমি আনন্দ করিতেছি; কিন্তু আমার ইচ্ছা এই যে, তোমরা উত্তম বিষয়ে বিজ্ঞ ও মন্দ বিষয়ে অমায়িক হও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 কেননা তোমাদের বাধ্যতার কথা সব লোকের কাছে জানানো হয়েছে। অতএব তোমাদের জন্য আমি আনন্দ করছি; কিন্তু আমার ইচ্ছা এই যে, তোমরা উত্তম বিষয়ে বিজ্ঞ ও মন্দ বিষয়ে অমায়িক হও। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 তোমাদের বাধ্যতার কথা প্রত্যেকেই জানতে পেরেছে, সেই কারণে আমি তোমাদের জন্য আনন্দে পরিপূর্ণ। কিন্তু আমি চাই, তোমরা যা ন্যায়সংগত, সে ব্যাপারে বিজ্ঞ এবং যা মন্দ, সে বিষয়ে অমায়িক থাকো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 তোমাদের আনুগত্যের কথা আজ সকলেই জানে, তাই তোমাদের সম্বন্ধে আমি আনন্দিত। তবুও আমি চাই, তোমরা সৎকর্মে আগ্রহী এবং অসৎকর্মে নির্লিপ্ত হও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 কেননা তোমাদের আজ্ঞাবহতার কথা সকল লোকের নিকটে ব্যাপিয়াছে। অতএব তোমাদের জন্য আমি আনন্দ করিতেছি; কিন্তু আমার ইচ্ছা এই যে, তোমরা উত্তম বিষয়ে বিজ্ঞ ও মন্দ বিষয়ে অমায়িক হও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 তোমাদের বাধ্যতার কথা সবাই শুনেছে আর সেইজন্য আমি তোমাদের ওপরে খুশী হয়েছি। আমি চাই তোমরা সবাই যা ভাল তা চিনে গ্রহণ কর এবং মন্দ থেকে দূরে থাক। অধ্যায় দেখুন |