রোমীয় 15:28 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)28 অতএব সেই কর্ম সমপন্ন করিবার এবং মুদ্রাঙ্ক দিয়া সেই ফল তাহাদিগকে দিবার পর, আমি তোমাদের নিকট দিয়া স্পেন দেশে গমন করিব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 অতএব সেই কাজ সম্পন্ন করার এবং যে অর্থ সংগ্রহ করা হয়েছে তা তাদের দেবার পর, আমি তোমাদের কাছ দিয়ে স্পেন দেশে যাব। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 তাই, আমি এ কাজ সম্পূর্ণ করার পর এবং তারা এই ফল প্রাপ্ত হয়েছে, এ বিষয়ে সুনিশ্চিত হওয়ার পরই আমি স্পেন দেশে যাব ও যাত্রাপথে তোমাদের সঙ্গে সাক্ষাৎ করব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 সুতরাং এ কাজ শেষ তরে অর্থাৎ সংগৃহীত অর্থ নিজে তাদের হাতে তুলে দিয়ে আমি স্পেনে যাবার পথে তোমাদের কাছে যাব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 অতএব সেই কর্ম্ম সম্পন্ন করিবার এবং মুদ্রাঙ্ক দিয়া সেই ফল তাহাদিগকে দিবার পর, আমি তোমাদের নিকট দিয়া স্পেন দেশে গমন করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 আমার এই কাজ শেষ হলে আমি যখন জানব যে সেই চাঁদা ঠিকমতো পৌঁছেছে তখন তোমাদের কাছে কিছুক্ষণ থেকে আমি স্পেনে যাব। অধ্যায় দেখুন |