রোমীয় 15:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)10 আবার তিনি বলেন, “জাতিগণ! তাঁহার প্রজাদের সহিত হর্ষনাদ কর।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 আবার তিনি বলেন, “জাতিরা! তাঁর লোকদের সঙ্গে আনন্দ কর।” অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 আবার তা বলে, “ওহে অইহুদি জাতিরা, তাঁর প্রজাদের সঙ্গে উল্লসিত হও।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 শাস্ত্রে আরও লেখা আছে, “জাতিবৃন্দ! ঈশ্বরের প্রজামণ্ডলীর সঙ্গে তোমরাও আনন্দ কর।” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 আবার তিনি বলেন, “জাতিগণ! তাঁহার প্রজাদের সহিত হর্ষনাদ কর।” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 আবার শাস্ত্র বলে, “অইহুদীরা, তোমরা ঈশ্বরের মনোনীত লোকদের সঙ্গে আনন্দ কর।” অধ্যায় দেখুন |